ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়
এম, এফ, এন, টি, সি
মাদারীপুর।
সিটিজেন চার্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
![]() |
সমাজিক বন বিভাগ, ফরিদপুর
বন অধিদপ্তরের সিটিজেন চার্টার
ভিশনঃ
আধুনিক প্রযুক্তি ও সৃজন শীলতার মাধ্যমে বন, পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষন এবং আর্থ সামাজিক
উন্নয়ন।
মিশনঃ
জনগনের প্রত্যক্ষ অংশ গ্রহনের মাধ্যমে বনভূমির সম্প্রসারন, জীব বৈচিত্র সংরক্ষন, দারিদ্র বিমোচন ও
বন্য প্রাণী সংরক্ষন।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করা।
২। বন, জীববৈচিত্র ও বন্য প্রাণী সংক্রামত্ম আমত্মর্জাতিক কনভেনশন চুক্তি, প্রটোকল এবং বিধি বিধান অনুসরন
ও বাসত্মবায়ন।
৩। বন্যপ্রাণী সংরক্ষন ও ব্যবস্থাপনা।
৪। জীব বৈচিত্র সংরক্ষন।
৫। ইকো ট্যুরিজম সম্প্রসারন।
৬। কোষ্ঠাল এবং ওয়েটল্যান্ড জীব বৈচিত্র ব্যবস্থাপনা ও উন্নয়ন।
৭। কার্বন Sequestration এবং কার্বন ট্রেডিং।
৮। জলবায়ু স্থিতিস্থাপক বনায়ন, নতুন বন সৃজন, বনজ সম্পদ, আহরন ও সরবরাহ করা।
৯। ভূমি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
১০। প্রাকৃতিক ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন।
১১। বন ও সামাজিক বনায়ন কার্য্যক্রম সম্প্রসারন।
১২। অভয়ারন্য, ন্যাশনাল পার্ক,বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, সাফারী পার্ক, প্রভৃতিসহ সকল প্রটেক্টেড
এরিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা।
অঙ্গীকারঃ
১। সেবা মূলক মনোভাব বৃদ্ধির পরিবেশ সৃষ্টি।
২। অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করন।
৩। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যুগোপযোগী পরিকল্পনা প্রনয়ন ও বাসত্মবায়ন।
৪। ইকো সিষ্টেম ও প্রাকৃতিক সৌন্দর্য্য লালন।
৫। বিপন্ন ও বিলুপ্ত প্রায় প্রজাতির উদ্ভিদ ও বন্য প্রাণী রক্ষার্থে সহায়ক কর্মসূচী গ্রহণ।
৬। অবসরে যাওয়া কর্মকর্তা/ কর্মচারীদের দুর্ভোগ লাঘব, পেনশন সংক্রামত্ম বিষয়ে দ্রম্নত নিষ্পপ্তির ব্যবস্থা গ্রহণ।
৭। যথা সময়ে উপকার ভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরন।